Phone: 02-48812079, 02-48812080, Mobile: 01747-222747

Search
Close this search box.

ছোট ড্রইং/লিভিং রুম মনের মত সাজানোর কিছু টেকনিক

একটি বাসার মূল বিন্দু বা প্রান কেন্দ্র হচ্ছে লিভিং রুম বা ড্রইং রুম । অতিথি আপ্যায়ন, পরিবার সবার সাথে আড্ডা গল্প, হৌই চৌই মজা বিকালের চা খওয়া মাঝে মাঝে বন্ধু দের সাথে আড্ডা সব কিছুই চলে এই ড্রইং রুম এ তাই তো এটাকে পরিবারের প্রান কেন্দ্র বলা হয় । পরিবার এর সবার সাথে বেশির ভাগ সময় কাটে এই খানে। তাই এই রুম টা কে সুন্দর ভাবে সাজাতে সবাই কে একটু ভাবতে হয় । আবার আমরা অনেকেই ছোট এপার্টমেন্ট নিয়ে থাকি কিন্তু সবারি স্বপ্ন থাকে রুম টা কে মনের মত করে সাজাবো । তাই আমরা এখানে আপনাদের ছোট ড্রইং রুমকে সাজানোর
কিছু ট্রিপস দিব । যাতে আপনার প্রিয় ড্রইং রুম টি মনের মতো করে সাজাতে পারেন।

সোফা

ড্রইং রুম এর মূল জিনিষ বা ফার্নিচার হচ্ছে সোফা। এটাই সব থেকে গুরুত্ব তাই এই ফার্নিচার টা অনেক ভেবে দেখে শুনে সিলেক্ট করতে হবে।সোফা সাধারণত রুম এ সব থেকে বেশি জাইগা নিয়ে থাকে তাই আমাদের রুম বা এপার্টমেন্ট এর ওপর ভিত্তি করে সোফা কিনতে পারেন। আপনার এপার্টমেন্ট যদি ছোট হয় তাহলে আপনি মাল্টিফাংশনাল সোফা কিনতে পারেন, তাহলে একই স্থানে বিভিন্ন ব্যাবহারে কাজে আসতে পারে। আধনিক সময়ে মানুষ সোফার ব্যাবহার করছে মাল্টি পারপাজে।যাদের বাসাই বার্তি লোক বা বন্ধু আসলে থাকার মতো নির্ধারিত বেডরুম রুম নেই , তাদের জন্য আছে কাম বেড সোফা। এটা দিয়ে আপনি ড্রইং রুম কে মনের মতো সাজাতেও পারবেন আবার এটাই রাতে হবে আপনার বন্ধু দের ঘুমানর জায়গা। দিনের বেলা সোফা আর রাতে বেড। এভাবেই আপনার ছোট এপার্টমেন্ট কে আপনার স্বপ্নের মতো সাজাতে পারবেন

শু—কর্নার

সময়ের সাথে সাথে বদলেছে মানুষের রুচি সেই সাথে আভিজাত্যার সংজ্ঞা । এই আধুনিক সময়ে সবাই চায় তার রুম কে আকর্ষনীয় ও একটু অন্য রকম ভাবে সাজাতে । শু—কর্নার এ রাখা বিভিন্ন শু—পিছ ফ্লাওয়ারস আপনার রুম কে করবে সুন্দর মার্জিত আকর্ষনীয় সেই সাথে প্রকাশ পাবে আপনার মধ্যে আধুনিকতার ফ্যাশন। ছোট ড্রইং রুম এর জায়গা
সঠিকভাবে ব্যাবহার করতে শু—কর্নার পারফেক্ট । রুম এর কর্নারে থাকায় দেখতেও আকর্ষনীয় লাগে যায়গাও কম লাগে আপনার রুম কেও লাগে গর্জিয়াস।

সেন্টার টেবিল

এই আধুনিক সময়ে সবাই তার রুম কে সন্দুর ভাবে সাজাই রাখতে পছন্দ করে। অনেকেই ছোট এপার্টমেন্ট নেয় কিন্তু রুম কে পরিপাটি ভাবে গুছায় রাখে। এই আধনিক সময়ে মানুষ এখন অনেক বেশি আগ্রহী মিনিমালিষ্টিক ফার্নিচার এর প্রতি।যেসব ছোট কিন্তু বহুমখী । ড্রয়িং রুম এর এমন একটি প্রয়োজনীয় আসবাব হচ্ছে সেন্টার টেবিল। ঘরের ইন্টেরিওরের থিম অনুযায়ী নিয়ে নিতে পারেন একটি সেন্টার টেবিল, যেখানে আপ্যায়নের সরঞ্জামের পাশাপাশি হিডেন ড্রয়ারে রাখতে পারেন ম্যাগাজিনসহ অন্যান্য টুকিটাকি প্রয়োজনীয় জিনিস।

প্রতিটি ঘর মানুষের জীবনের গল্প বলে। আর ড্রয়িং রুম হলো সেই গল্পের সূচনা। তাই প্রতিটি মানুষই চায় তার বাসার ড্রয়িং রুমটাকে একটা নান্দনিক রূপ দিতে, যেটি নজর কাড়বে সবার। আধুনিক যুগের এপার্টমেন্টগুলো ছোট হবার কারনে অনেকেই হয়তো ভাবেন স্বপ্নের মতো করে ঘর সাজানোর বাসনা হয়তো সেভাবে পূর্ণ হবে না। কিন্তু, মানুষ তার স্বপ্নের সমান বড়, ছোট্ট ড্রয়িং রুম সাজাতে পারবেন আপনার স্বপ্নের মতো করে। প্রয়োজন শুধু সঠিক স্থানের জন্য সঠিক আসবাবটি নির্বাচন করা এবং সেগুলোকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। তাহলেই আপনার ছোট ড্রয়িং রুমটি সবার কাছে হয়ে উঠবে নান্দনিক ও আরামদায়ক।

Share:

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top